স্যার আমি ২২ তম ব্যাচের স্টুডেন্ট পার্ট ১ পাশ করেছি সার্জারী তে ৩.৫ বছর ট্রেইনিং করছি। আমার আবার ২৮ এডিশন এর বেইলি লাভ নিয়ে আপনার সামনে বসে ক্লাস করতে ইচ্ছা করছে। জানি অনেক কিছু নতুন শিখতে পারবো৷ অনেক অনেক শুভ কামনা প্রিয় স্যার
প্রতিটি সাবজেক্টের ক্লাস এবং প্রশ্নসংখ্যার বিবরণ
এই একাডেমিতে ভর্তি হয়ে নির্দিষ্ট সাবজেক্টে শুধুমাত্র একবার কোর্স সম্পন্ন করলে, প্রতিজন ডাক্তার তার পছন্দ অনুযায়ী ঐ সাবজেক্টে MD/MS (নভেম্বর), Diploma/MPhil (মার্চ), FCPS Part-1 (জানুয়ারি ও জুলাই) পরীক্ষায় সহজেই অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ একবারের প্রস্তুতিতে ইচ্ছা করলে বছরে চারবার (Residency, Diploma/MPhil, FCPS,P-1) পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব, সংক্ষেপে তার বিবরণ নিম্নে দেওয়া হলো এবং ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো।
| কোর্স গ্রুপ | প্রশ্নসংখ্যা | ক্লাস সংখ্যা * |
ডিউরেশন * |
||
|---|---|---|---|---|---|
| Residency | Diploma/M.Phill | FCPS P-I | |||
| Group A Rapid Batch: Pathology & Microbiology | - | - | - | 2h | |
| Group A: Pathology & Microbiology | 50 - 60 | 25 - 30 | 35 - 45 | 22 | 2h |
| Group B: Physiology 1 | 40 - 50 | 20 - 25 | 25 - 35 | 18 | 2h |
| Group C: Physiology 2, Biochemistry & Pharmacology | 40 - 50 | 20 - 25 | 25 - 35 | 18 | 2h |
| Group D: Anatomy, Histology, Embryology & Genetics | 25 - 35 | 15 - 20 | 20 - 30 | 24 | 2h |
| Group E: Medicine - Clinical | 15-30 | 8-15 | 5-70 | 28 | 2h |
| Group F: Subject Related | Depend On Subject | Depend On Subject | Depend On Subject | Depend On Subject | 2h |
| 200 | 100 | 150 | |||
| সর্বমোট প্রশ্নসংখ্যা | |||||
* ক্লাস সংখ্যা এবং ডিউরেশন কম বা বেশী হতে পারে।
এই কোর্সের প্রতিটা সাবজেক্টের বিবরণ
আপনি নির্দিষ্ট যে সাবজেক্টে প্রস্তুতি নেওয়ার জন্য মনস্থির করেছেন সে সাবজেক্টে শুধুমাত্র একবার কোর্স সম্পন্ন করলে কিভাবে MS/MD, Diploma/MPhil, FCPS,Part-1 পরীক্ষায় অংশগ্রহণ করা সহজেই সম্ভব - তার বিস্তারিত নিন্মে নির্দিষ্ট সাবজেক্ট বিষয়ক ভিডিও তে বলা হয়েছে।
এই কোর্সের বিভিন্ন গ্রুপের গুরুত্ব
এই কোর্সটির অধীনে একটি নির্দিষ্ট সাবজেক্টে পরিপূর্ণ প্রস্তুতি নিশ্চিত করার জন্য কয়েকটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রতিটি গ্রুপে নির্দিষ্ট বিষয়ের উপর ক্লাস অনুষ্ঠিত হবে। একজন ডাক্তার পর্যায়ক্রমে সব গ্রুপের ক্লাস করতে পারবেন অথবা নিজের প্রয়োজন অনুযায়ী ১টি, ২টি বা ৩টি গ্রুপের ক্লাস সম্পন্ন করে পরীক্ষায় অংশ নিতে পারবেন। এর ফলে ডাক্তারগণ যে গ্রুপের জন্য গাইডলাইন প্রয়োজন মনে করবেন, শুধুমাত্র সেই গ্রুপে ভর্তি হয়ে নির্দিষ্ট ক্লাসগুলো করতে পারবেন, যা তাদের জন্য আর্থিকভাবে সাশ্রয়ী হবে। তবে নির্দিষ্ট একটি পরীক্ষাকে লক্ষ্য করে (যেমন: Residency - MD/MS, Diploma/MPhil অথবা FCPS Part-1) কোর্স শুরু করা হবে।
ডাঃ দিলীপ কুমার নাথ
নির্বাহী পরিচালকপোস্টগ্র্যজুয়েট মেডিকেল একাডেমী
মেডিকেল পোস্টগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার সফল প্রস্তুতির জন্য একটি আদর্শ কোর্সের বিশেষত্ব কী হওয়া উচিত?
আমি মনে করি, " মেডিকেল পোস্টগ্র্যজুয়েটের কোনো নির্দিষ্ট সাবজেক্টে ভর্তির প্রস্তুতির জন্য একটি কোর্সের পাঠ্যসূচি এমনভাবে তৈরি করা উচিত, যাতে সেই নির্দিষ্ট সাবজেক্টের ঐ কোর্স শুধুমাত্র একবার সম্পন্ন করার পর প্রতি বছর অনুষ্ঠিত এফসিপিএস পার্ট-১, রেসিডেন্সি ও ডিপ্লোমা পরীক্ষায় অর্থাৎ প্রতি বছর চারবার সহজেই অংশগ্রহণ করা সম্ভব। এতে চিকিৎসকদের সময় ও অর্থের অপচয় কমবে। তবে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, একবারের এই কোর্সে এফসিপিএস পার্ট-১-এর সংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি রেসিডেন্সি ও ডিপ্লোমার ক্ষেত্রে ফ্যাকাল্টি-ভিত্তিক পড়াশোনায় যথাযথ গুরুত্ব দেওয়া হয়" ।
অফলাইন ক্লাসের ডাক্তারদের কিছু ছবি
Postgraduate Medical Academy-কে নেতৃত্ব দিচ্ছেন প্রতিভাবান এবং দক্ষ একটি ডাইনামিক টিম। সবার জন্য মানসম্পন্ন শিক্ষা সহজলভ্য করার লক্ষ্যে Dr. Dilip Sir-এর সাথে আছেন বিখ্যাত দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাসম্পন্ন অসংখ্য স্বনামধন্য তত্ত্বাবধায়ক।
কেন পোস্টগ্র্যজুয়েট মেডিকেল একাডেমী ?
গত ২৪ বছর একক শিক্ষকতায় ৫০ হাজার+ ডাক্তারকে এই কোর্স করানোর অভিজ্ঞতা
আমার প্রাণপ্রিয় ডাক্তারগণের উদ্দেশ্যে :
আমার দৈনন্দিন চলার পথে আমি যে বাস্তব অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হয়েছি এবং হচ্ছি, অথবা বিশ্বস্ত কারো কাছ থেকে যা শুনেছি—সেসব অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই আমার ওয়েবসাইটের এই বিশেষ গ্রুপ। এই গ্রুপটি আমি উৎসর্গ করছি শুধুমাত্র তোমাদের জন্য—যারা আমার একাডেমির পুরাতন ও বর্তমান ডাক্তার। ডাক্তারগণ, তোমাদের পড়ানোর সুযোগ পেয়ে আমি সবসময় নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করি। তবে গত ২৬ বছরে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ডাক্তারকে নিরবচ্ছিন্নভাবে পড়ানোর এই দীর্ঘ যাত্রায় হয়তো কখনো কিছু ডাক্তারকে আমি আমার ক্লাসে যথাযথভাবে উপকার করতে পারিনি, কিংবা আমার কোনো আচরণ অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়েছে। আজ এই সময়ে, এই বয়সে এসে, তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছু করার সুযোগ নেই। কিন্তু ডাক্তারগণ, তোমরা সবাই জেনে রাখ—আমি তোমাদের প্রত্যেকে আমার সন্তানসম ভালোবাসি এবং মনের গভীর থেকে তোমাদেরকে সবসময় অনুভব করি। চিকিৎসাবিজ্ঞানের বাইরে আমার এত বছরের অর্জিত অভিজ্ঞতা শুধুমাত্র তোমাদের জন্যই এই গ্রুপের মাধ্যমে শেয়ার করছি, যাতে তোমাদের পথচলা আরও সহজ ও সমৃদ্ধ হয়। ডাক্তারগণ, তোমাদের জীবন সুখময়, আনন্দময়, শান্তিময় এবং উত্তরোত্তর সমৃদ্ধ হোক—এটাই আমার আন্তরিক প্রার্থনা।
"বিদ্যা দদাতি বিনয়ম্"
বিদ্যা বিনয় (নম্রতা) প্রদান করে
Knowledge imparts humility




